চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোলাই মদসহ চোরচালানকৃত ভারতীয় পন্য জব্দ

শিবগঞ্জ ও ভোলাহাট সীমা„ন্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ১৪০ বোতল ভারতীয় মদ, ১২টি অবৈধ চোরাই স্মার্ট ফোন সেট ও ২৭২টি ভারতীয় কসমেটিকস জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আজ ভোর ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতের শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ফতেপুর বিওপি পরিচালিত অভিযানে জব্দকৃত ৪৭ বোতল চোলাই মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত শিবগঞ্জের শিয়ালমারা সীামন্তে এবং সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট এলাকায় পৃথক অভিযানে ১২টি ফোন ও ২৭২টি কসমেটিকস জব্দ করে বিজিবি। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রাম থেকে জবাদকৃত ফোন ও কমমেটিকস কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

এছাড়া, গতকাল বিকেলে বিশেষ অভিযানে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চামুচা গ্রামের ধানক্ষেত থেকে ৯৩ বোতল মদ জব্দ করেছে বিজিবি। স্থানটি ১৯৭/৩ মেইন আন্তর্জূাতিক সীমান্ত পিলার থেকে বাংলাদেশের ৪০০ গজ ভেতরে ফরেষ্ট ক্যানালের নিকট অবস্থিত বলেও জানান অধিনায়ক।