চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী নিহতের অভিযোগ
শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের সীমান্তে বিএসএফ’র হাতে আটকের পর নির্যাতনে বারিকুল নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নায়পুর স্কুলছাম গ্রামের সেতাউর রহমানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১১টা থেকে আজ ভোররাতের মধ্যে কোন এক সময় ঘটনাটি ঘটে। দূর্লভপুর ইউপি’র ৯ নং ওয়ার্ড সাবেক সদস্য ও নিহতের আত্মীয় আব্দুর রাজ্জাক বলেন, গতকাল সন্ধ্যার দিকে সীমান্তের পদ্মা নদীতে প্রতিদিনের ন্যয় একা ডিঙ্গি নৌকায় মাছ ধরতে যাবার পর বিএসএফ বারিকুলকে আটক করে। আজ দুপুরে বিএসএফ’র নির্যাতনে তার মৃত্যু হয়। ভারতে থাকা বারিকুলের স্বজনরা বিষয়টি তার পরিবারকে অনলাইনে অবহিত করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরয়িা বলেন, আজ দুপুরের পর দূর্ললপুর ইউনিয়নের এক ব্যাক্তি সীমান্তে বিএসএফ’র হাতে নিহতের ঘটনাটি জানা যায়। এ ব্যাপারে খোঁজ করা হচ্ছে।