চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচারানকৃত ৪১টি ভারতীয় স্মার্টফোন জব্দ
শিবগঞ্জ উপজেলার মাসুদপুর ও শিংনগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পৃথক দুই অভিযানে ৪১টি অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় স্মার্টফোন জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। গতকাল বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টার দিকে পন্ডিতপাড়া ও রামনাথপুর এলাকায় অভিযান চালিয়ে লুুকিয়ে রাখা এসব ফোন জব্দ করে বিজিবি। ৫৩বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব অভিযান নিশ্চিত করা হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাসুদপুর ও শিংনগর বিওপি’র দুটি পৃথক দল অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ স্মার্টফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন। সীমান্তে বিজিবি’র কড়া টহল ও নজরদারি চলছে বলেও জানান অধিনায়ক।