চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন- স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কলেজের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাতেমা খানম। এতে আরও উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টর, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর (নন-টেক) বাংলা নূর নবী। এতে বক্তব্য দেন অধ্যক্ষ ফাতেমা খানম, চীফ ইন্সট্রাক্টর (কম্পিউটার) এম. এম. মাসুদ রানা এবং ইন্সট্রাক্টর (রসায়ন) আব্দুর রাজ্জাক। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ বিন আউয়াল। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ ফাতেমা খানম। অনুষ্ঠানে অধ্যক্ষ ফাতেমা খানম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী রাখতে এবং প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলতে উৎসাহিত করতে হবে। তিনি আরও ঘোষণা করেন যে, শিক্ষার্থীরা যেন প্রতিষ্ঠানে মোবাইল ফোন না নিয়ে আসে এবং পুরো ক্যাম্পাস ধূমপান মুক্ত রাখা হবে। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।