Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি

কোরবানী ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষ ঢাকা থেকে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে আসতে শুরু করেছেন। তাদের মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত ২৪ জন জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। জেলা জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ডেঙ্গু কর্নারের উদ্বোধন করেন। এসময় তিনি জানান, হাসপালের প্রবেশমুখে রোগীদের সহায়তা করার জন্য একজন চিকিৎসক, নার্সসহ স্কাউটস ও রোভার সদস্যরা দায়িত্ব পালন করবেন। তিনি আরো জানান, সদর হাসপাতালে ডেঙ্গু রোগ শনাক্তের জন্য যেসব পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেই সে ব্যবস্থ যে ক্লিনিকে আছে সেই ক্লিনিকে করতে হবে। এর খরচ বহন করবে জেলা প্রশাসন। সদর হাসপাতালের আবাসিক চিকৎসক (আরএমও) ডা. নাদিম সরকার জানান, আজ সকালে ৩জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর আগে গতকাল ভর্তি ছিল ২১জন। এছাড়াও ১২জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নতুন ভবনে সার্বক্ষণিক মশারির মধ্যে রাখা হচ্ছে। ভর্তি থাকা রোগীরা আশঙ্কামুক্ত বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ জেলা প্রশাসনের কমকর্তা, চিকিৎসকগণ।

Exit mobile version