চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ পিটিআই মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শংকরবাটী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহবুল আলম, নাজিফা সামসাদ, বাইজিদুল ইসলাম, শাহারুজ্জামান, দুরুল হোদা, মিজানুর রহমান, মাসুমা আখতার, জিন্নাত আরা, আব্দুল হামিদ, নবগঠিত কমিটির সভাপতি কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকগণ।
উল্লেখ্য, সম্প্রতি (রেজিস্ট্রেশন নম্বর-১৮০৮/৭৫, ৬২-৬৩ খ্রি.) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান শাহীন ৫১ সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা কমিটি অনুমোদন দেন।
কমিটিতে মোহা. কামাল উদ্দীনকে সভাপতি, মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।