চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৭

চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রের ব্যস্ততম নিমতলা মোড় এলাকায় পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দু’গ্রুপ তরুন-যুবকের উত্তেজনার পর গত মঙ্গলবার রাতে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির চাঞ্চল্যকর ঘটনায় আজ বিকাল পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে। আজ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপারশেন এন্ড ক্রাইম) ওয়াসিম ফিরোজ। প্রত্যক্ষদর্শী, স্থানীয়রা ও পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে নিমতলা মোড় এলাকায় এলোপাতাড়ি অন্তত: ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে মিলু গ্রুপ। এতে এক নারীসহ অন্তত: ৪ জন সাধারণ মানুষ আহত হয়। একটি দোকানের দুটি কম্পিউটার চুরমার হয়ে যায়। ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় অবিস্ফোরিত ২টি ককটেল। এর আগে ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় প্রতিপক্ষ বেলাল গ্রুপের সাথে একটি মিমাংসা ভেস্তে যাবার পর দেশী ধারাল অস্ত্র সজ্জিত মিলু গ্রুপের ৫০/৬০ জন যুবক এলাকায় মহড়া দিয়ে এ ঘটনা ঘটিয়ে আতংক সৃষ্টি করে চলে যায়। এ সময় মানুষ দৌড়াদুড়ি করে পালিয়ে যায়।
ঘটনার পর ওই রাতেই(২৩ এপ্রিল) নিমতলা মোড়ের দোকানদার সুমন হোসেন পাটোয়ারী ২৪ জনকে এজাহারনামীয় ও আরও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিস্ফোরকসহ দন্ডবিধির একাধিক ধারায় থানায় সদর মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মামলার পর ওই রাতেই পুলিশ বিবাদমান দু’গ্রুপের ৪ জনকে গ্রেপ্তার করে। চলমান অভিডানে আজ বিকাল পর্যন্ত গ্রেপ্তার হয় আরও ৩ জন। গ্রেপ্তার ৬ জন শহরের পিটিআই বস্তি ও একজন শহরের মসজিদপাড়া মহল্লার বাসিন্দা। মালমার তদন্ত চলছে এবং জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।