Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক আশির আবরার উচ্চতর প্রশিক্ষণে নেপাল যাচ্ছেন

সরকারের সহযোগি সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের মূল স্বেচ্ছাসেবক দলের জনসংযোগ বিভাগের প্রধান আশির আবরার উচ্চতর প্রশিক্ষণ ও কর্মশালার জন্য নেপাল যাচ্ছেন। আগামী ২৮ নভেম্বর’২০২২ থেকে নেপালের হোটেল মিসট্রিক মাউন্টেইনে ৫দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় বাংলাদেশের ৬৮টি ইউনিট থেকে বাছাই করা ১০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছে। আশির আবরার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নামোবহলাবাড়ি গ্রামের আশিক আহমেদ ফারুক ও আফরোজা আক্তারের জেষ্ঠ্য পুত্র এবং নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সম্মান ২য় বর্ষের ছাত্র।
রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুক ও সাবেক ইউনিট লেভেল অফিসার (ইউএলও)) মাহবুবুল হক বলেন, দেশে রেড ক্রিসেন্ট সোসাইটির ৬৮টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫৩ সদস্যের একেকটি স্বেচ্ছাসেবক দল রয়েছে। প্রতিটি ইউনিটে রয়েছে ১৫ জন নিয়ে গঠিত একটি মূল স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবকরা সম্পূর্ণ অবৈতনিক হিসেবে দেশে ও বিদেশে মানবিক কার্যক্রম পরিচালনা করে। আশির আবরার সারা দেশের ১০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে একজন হিসেবে বিদেশে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন। এ জন্য ইউনিটের পক্ষ থেকে আশির আবরারকে অভিনন্দন ও রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরকে ধন্যবাদ জানানো হয়েছে।

Exit mobile version