চাঁপাইনবাবগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায়

242

নবাবগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধণা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নবাবগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামিউল হক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। প্রধান শিক্ষক মারুফল হকের স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর রুহুল আমিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডু, অগ্রনী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার উপ-মহাব্যবস্থাপক আখতারুল হক ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। এসময় অভিভাবকদের মধ্যে আব্দুর রাজ্জাক ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ইসরাত জাহান লিমা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিদায়ী ৩৩ জন শিক্ষার্থী সহ মোট ১৭১ জন পরীক্ষার্থীর হাতে উপহার হিসেবে পরীক্ষায় প্রয়োজনীয় সহায়ক উপকরণ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। অনুষ্ঠানের সকল পিইসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী, বিদ্যালয় এবং বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের সার্বিক মঙ্গল কামনা করে, দোয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক মারুফুল হক।