চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

108

গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’Ñ এ স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধের লক্ষে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে শাহ নেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জেলা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
বিআরটিএ’র সহকারী পরিচালক শাহজামান হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে আলোচনা করেনÑ শাহ নেয়ামতুল্লাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, ট্রাফিক পরিদর্শক আনিসুজ্জামান, বিআরটিএ’র সহকারী মোটরযান পরিদর্শক আবু হুজাইফা।
কর্মশালায় ১০০ জনকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।