Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‍‌‌‌‌”ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন” বিষয়ে ৩মাস মেয়াদী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

সদর উপজেলার বারোঘরিয়ায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিষয়ে ৩মাস মেয়াদী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। আজ দুপুরে প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। চাঁপাইনবাবগঞ্জ  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক হাসিব হোসেন, টিটিসির জব প্লেসমেন্ট অফিসার রফিকুল ইসলাম, ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ট্রেডের ইন্সপেক্টর-ইন-চার্জ ও প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক শরিফুল ইসলাম, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, প্রকল্প সমন্বয়কারী (ইউপিপি উজ্জিবিত) ফরুক আহম্মেদসহ অন্যান্যরা। ইউরোপিয়ন ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তাবায়নে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। এতে জেলার ১৫জন তরুন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের প্রত্যেক কে ৩হাজার টাকা এবং সনদ পত্র প্রদান করা হয়।

Exit mobile version