চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডে ৪টি সিসি রাস্তা নির্মাণের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল খাতে বরাদ্দকৃত প্রকল্পের আওতায় ৪টি সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। রাস্তা ৪টি হচ্ছে ৩ নম্বর ওয়ার্ডের গাবতলা মহল্লায় ২ টি রাস্তা, ৩ নম্বর ওয়ার্ডের ঢাবপাড়া মহল্লায় ১টি ও ৭ নম্বর ওয়ার্ডের নামোরাজরামপুর হালুয়াবান্দা মহল্লায় ১টি। রাস্তাগুলো নির্মাণের ফলে ওইসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হবে। এই চারটি রাস্তা নির্মাণে ব্যয় হবে আনুমনিক ২০ লক্ষ ৫০ হাজার টাকা।