চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বে ভর্তি হওয়া ১ হাজার ১৫ জন শিক্ষার্থীর ‘ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠানটির খেলার মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এবং ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস আয়োজন কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক। আরো বক্তব্য দেন- আরেক উপাধ্যক্ষ সেলিম আহমেদ, মেস-মালিক সমিতির সভাপতি আল আমিন ও সেক্রেটারি শাহ আলম, অভিভাবক ইব্রাহিম খলিল, শিক্ষার্থী মালিহা মান্নান ও তৌহিদ হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের (নন-টেক) জুনিয়র ইন্সট্রাক্টর সুমন আহমেদ ও ফুড টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী সালাহ উদ্দিন।
প্রধান অতিথিসহ সকল বক্তা বলেন- সাধারণ লেখাপড়ার চেয়ে কারিগরি লেখাপড়ার অনেক দাম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করে কেউ বেকার বসে নেই। চাকরির কোনো সমস্যা হয় না, চাকরি খুঁজতে হয় না। বরং চাকরিই আপনাদের খুঁজে নেয়। কাজেই, ভালো লেখাপড়া করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করার পর আপনারা নিজের জন্য এবং দেশের জন্য কাজ করবেন।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত তার বক্তব্যের শুরুতে শিক্ষার্থীদের সতর্ক করে বলেন- ঘুমাতে যাবার আগে আপনাদের ফেসবুক লগআউট করবেন, তা না হলে হ্যাক হয়ে যেতে পারে। মোবাইলে যাকে-তাকে পিনকোড বা ওটিপি দেবেন না। কেননা প্রতারণার ফাঁদে পড়ে যেতে পারেন। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকারও আহ্বান জানান তিনি।