চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টার উদ্বোধন

জেলার অ্যাজমা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যেচাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজসকালে জেলা শহরের শান্তি মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টারের চেয়ারম্যান ডাঃ আনোয়ার জাহিদ রুবেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও ডাঃ ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন ডাঃ রবিউল ইসলাম, ডাঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক আব্দুল বারেক ও রায়হানুল ইসলাম লুনা, জেলা ট্রাক,ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, অ্যাজমা সেন্টারে সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।