চাঁপাইনবাবগঞ্জে ৯৮ বোতল মাদকসহ সিএনজি চালক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় সিএনজিতে ফেনসিডিল বহনের সময় ৯৮ বোতল অবৈধ মাদকসহ সিএনজি চালক তারিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। গতরাতে রেহাইচর আদর্শপাড়া স্টেডিয়াম সংলগ্ন কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর টোল প্লাজা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তারিকুলকে আটক করা হয়। সিএনজি থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।