চাঁপাইনবাবগঞ্জে ৯শত প্রবীণের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের সদস্য ৯শত প্রবীণের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, জেলার অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রুপের এমডি মাহবুব আলম, সংগঠনের জেলা শাখা সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আফসার আলী, স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসা সহায়তা কেন্দ্র সম্পাদক আমিনুল ইসলাম। অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তরা জেষ্ঠ্য নাগরিকদের জন্য যা কিছু করা সম্ভব তা করার আশ্বাস দেন। তাঁরা বলেন, প্রবীণরা সর্বাগ্রে শ্রদ্ধেয়। পথ চলার জন্য অনুকরণীয়। তাদের প্রয়োজন ও চাওয়া সবসময় গুরুত্বের সাথে দেখা হয়। জেলা প্রশাসক ও ইউএনও সংঘের জন্য একটি উপযুক্ত কার্যালয় স্থাপনে সহায়তার এবং সর্বদা প্রবীণদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।