চাঁপাইনবাবগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এসব কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) সালমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাঃ সাইকী ওদুদ, জেলা শিক্ষা অফিসার রুবিনা আনিস। জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ তার বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক করে তুলতে হলে তাদেরকে পরিবেশ দিতে হবে। আমাদের দেশের বিভিন্ন বিজ্ঞানী নাসাসহ বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে এ ভাবে চাঁপাইনবাবগঞ্জ এর শিক্ষার্থীদের বেড়ে উঠতে হবে। ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে যেসব প্রতিভা আছে আমরা যেন সেসব প্রতিভার বিস্ফোরণ ঘটাতে পারি। শিক্ষক ও ছাত্রছাত্রী সবাইকে একত্রে কাজ করে আমাদের সুন্দর বাংলাদেশকে আরো সুন্দর করতে হবে। দুই দিন ব্যাপী মেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন আমিনুল হক আবির ও আশরাফুল ইসলাম।