চাঁপাইনবাবগঞ্জে ৩১ তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

278

চাঁপাইনবাবগঞ্জে ৩১ তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ডা. আ আ ম মেজবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সত্যব্রত সাহা পতাকা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনওয়ার হোসেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর আয়োজনে ও বিভাগীয় প্রশাসন, রাজশাহীর ব্যবস্থাপনায় ৩১তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, চাঁপানবাবগঞ্জ সদর পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও অন্যান্য জেলা থেকে আগত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া কর্মকর্তাসহ কর্মচারীগণ। এ প্রতিযোগিতা পরিচালনার উপকমিটির চীফ মার্সাল অব দি ফিন্ড এর দায়িত্ব পালন করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট। টেকনিক্যাল ম্যানেজার হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. আখতারুজ্জামান রেজা তালুকদার, রেফারী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. আখতারুজ্জামান, মার্শাল অব দা ফিল্ড হিসেবে রাজশাহী জেলা ক্রীড়া অফিসার আ.ফ.মুহাম্মদ ওবায়দুল হক, নওগাঁ জেলা অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানাসহ অন্যান্য জেলা ক্রীড়া অফিসারগণ দায়িত্ব পালন করেন। রাজশাহী বিভাগে (জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর জেলা ও রাজশাহী মহানগর) কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৮টি জেলা ও রাজশাহী মহানগর থেকে বাছাইকৃত খেলোয়াড়বৃন্দ মোট ৫৮টি ইভেন্টে প্রতিযোগিতা করে। এখান থেকে উত্তীর্ণ খেলোয়াড়গণ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রধান অতিথি সত্যব্রত সাহা, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আনওয়ার হোসেন, জেলা প্রশাসক এজেডএম নুরুল হক, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবেন্দ্রনাথ উরাঁও।
প্রধান অতিথির বক্তব্যে সত্যব্রত সাহা বলেন, প্রত্যেক মা-বাবা, অভিভাবকদের উচিত সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দেওয়া। শুধু লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাদের খেলাধুলা করতেও আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। যে কোন খেলাধুলায় মানুষের শরীর ও মনকে সুস্থ, সবল রাখে। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা করা। কেবল সুস্থ শরীরই পারে সুস্থ, সুন্দর জীবন গড়তে। তিনি আরও বলেন, যদি শচীন টেন্ডুলকার শুধু পড়ালেখার মধ্যেই থাকতেন তাহলে আমরা হয়তো তাঁকে চিনতাম না, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদি শুধু বই আর খাতার মধ্যেই সীমাবদ্ধ থাকতেন তাহলে আমরা এই তারকাকেও হয়তো কখনই চিনতে পারতাম না। তাঁরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করেছেন। তাহলে আমাদের সন্তানদেরও উচিত লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা করা। আর এই সুযোগ সৃষ্টি করে দিতে হবে প্রতিটি মা-বাবা, অভিভাবকদেরকে। তাহলে ছেলেমেয়েদের শরীর ও মন দুটোই ভালো থাকবে। তারা তাদের প্রতিভা বিকাশ করতে পারবে। তাদের প্রতিভার বিকাশ হলে তাদের ভবিষ্যৎ উজ্জল হবে। তারা তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে। দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তাই শুধু বই, খাতা, কলম, স্কুলের গন্ডীর মধ্যে সীমাবদ্ধ না থেকে সন্তানের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলারও প্রতি মনোযোগ দিতে বলেন প্রধান অতিথি সত্যব্রত সাহা।