চাঁপাইনবাবগঞ্জে ৩টি গ্রামে সৌদির সাথে মিল রেখে আজ ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত

595

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার অনান্যবারের মত এবারও ৩টি গ্রামে আজ সৌদি আরবের সাথে মিল রেখে এ বছরের পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এগুলো হল- সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মেমিনটোলা ও বাগানপাড়া এবং শিবগঞ্জের বিনোদপুর ইউনিযনের ছিয়াত্তরবিঘী।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু রহমান বলেন, বুধবার সকাল ৮টায় মোমিনটোলা গ্রামে ১২০জন পুরুষ ও পৃথক ব্যবস্থাপনায় ৮০ জন নারীসহ দুইশতাধিক এবং বাগানপাড়া গ্রামে ১৮ জন পুরুষ ও ১০ জন নারী ও শিশুসহ প্রায় ৩০ জন দুটি পৃথক জামাতে ঈদের নামাজ আদায় করেন। মোমিনটোলায় ইমামতি করেন আবুল কালাম আজাদ ও বাগানপাড়ায় আব্দুস সালাম। জামাতগুলোতে আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা অংশ নেন। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, আজ সকাল সাড়ে ৭টায় ছিয়াত্তরবিঘী গ্রামের আমবাগানে  ঈদের জামাতে শিশুসহ ১২০জন  অংশ নেন। এখানে নারীদের ব্যবস্থা ছিল না। ইমামতি করেন জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের মোজাম্মেল হক। নামাজে শিবগঞ্জের কানসাট আব্বাসনগর, শাহাবাজপুর, ওমরপুর সহ বিভিন্ন গ্রামের মানুষেরা অংশ নেন। জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়,তিনটি গ্রামে নির্বিঘ্নে নামাজ অনুষ্ঠিত হয়েছে। কোন বিশৃঙ্খলা হয় নি। নামাজগুলোতে নিরাপত্তার জন্য পুলিশ ও গোয়েন্দা নজরদারি ছিল।