চাঁপাইনবাবগঞ্জে ১৭ বছর বয়সী অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার নয়ানগর এলাকার একটি সরিষা ক্ষেত থেকে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অটোরিক্সা চালক সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের মাছ বিক্রেতা শ্রী লকফর হালদারের ছেলে শ্রী পলাশ। তার বয়স আনুমানিক ১৭ বছর। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরা-গামী আঞ্চলিক সড়কের পাশের একটি সরিষা ক্ষেতের ভেতর পলাশের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলাশের মরদেহ উদ্ধার করে।
আজ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন পরিবারের বরাতে জানান, গত ১২ ফেব্রুয়ারী সকালে প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে যাত্রী পরিবহনের জন্য বের হয় পলাশ। ওইদিন সন্ধ্যায় ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় তার পিতার সাথে দেখা হয় পলাশের। সে পিতাকে যাত্রী পরিবহনের কাজ করছে বলে জানায়। কিন্তু এরপর সে রাতে আর বাড়ি ফেরে নি। তার মোবইল ফোনও বন্ধ পায় পরিবার। তাকে খোঁজাখুজি করে না পেয়ে পরদিন ১৩ ফেব্রুয়ারী বিকেলে সদর থানায় নিখোঁজ জিডি করে তার পরিবার।
প্রাথমিক তদন্তের পর ওসি আরও জানান, গত ১২ ফেব্রুয়ারী নিখোঁজের দিনই পলাশকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা নিশ্চিত হওয়া যায় নি। হত্যার ঘটনার সাথে পূর্ব-শত্রুতা বা অন্য কোনও কারণও জানা যায় নি। আজ দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।