চাঁপাইনবাবগঞ্জে ১০ ও ৭ বছর কারাদণ্ড ভারতীয় দম্পতির

150

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের একটি মামলায় ভারতীয় নাগরিক স্বামী-স্ত্রীকে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনাল-২। এর মধ্যে মামলার ১ নম্বর আসামি কলাবতী চৌধুরী (৪৫)কে ১০ বছর ও তার স্বামী ২ নম্বর আসামি রাম বিলাস চৌধুরী (৫৫)কে ৭ বছর কারাদ-ের আদেশ দেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন- ভারতের মালদহের হরিপুর গৌরামারী ধুমবালু কলোনি গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম বলেন, ২০১৯ সালের ৬ নভেম্বর ভোলাহাটের ময়ামারী গ্রাম থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ ভারতীয় এই দম্পতিকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।
এ ব্যাপারে র‌্যাবের তৎকালীন উপপরিদর্শক ইউসুফ আলী ভুঁইয়া মামলা দায়ের করেন। একই সালের ২৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও ভোলাহাট থানার তৎকালীন উপপরিদর্শক শ্যামল কুমার সরকার স্বামী-স্ত্রী উভয়কে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে তিনি জানান।