চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদ-, ৫ জনের যাবজ্জীবন

270

গোমস্তাপুর উপজেলার কাশরইল গ্রামে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদ- ও ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ-াদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামীদের মধ্যে ৪ জন উপস্থিত থাকলেও বাকী ২ জন পলাতক রয়েছেন। মৃত্যুদ-প্রাপ্ত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার কাশরইল গ্রামের সমর উরাঁওয়ের ছেলে নিরঞ্জন উরাঁও। আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হলেনÑসমর উরাঁওয়ের ছেলে গণেশ উরাঁও, রুবিয়া উরাঁওয়ের ছেলে দশরত উরাঁও, রাইয়া উরাঁওয়ের ছেলে সমর উরাঁও ও তার ভাই সাবানু উরাঁও, বিশ্বনাথ উরাঁওয়ের ছেলে বুধুয়া উরাঁও। একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদ- প্রদান করেন। এদেরমধ্যে বুধুয়া ও সমর পলাতক রয়েছেন। অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১০ সালের ২৩ নভেম্বর বিকালে কাশরইল গ্রামের রফিকুল ইসলাম একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তাকে গলাকেটে হত্যা করে আসামীরা। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল জব্বার বাদী হয়ে গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালের ১২ সেপ্টেম্বর গোমস্তাপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা বাণি ঈসরাইল অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৫ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় ঘোষণা করেন।