চাঁপাইনবাবগঞ্জে হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

201

চাঁপাইনবাবগঞ্জে জসিম উদ্দিন নামে একজনকে হত্যার দায়ে মো: খাইরুল ও তার স্ত্রী লালবানু’র প্রত্যেককে যাজ্জীবন কারাদন্ড সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (প্রথম) রবিউল ইসলাম খাইরুলের উপস্থিতিতে ও তার স্ত্রী লালবানুর অনুপস্থিতিতে রায় প্রদান করেন। নিহত জসিম নাচোলের বেলডাঙ্গা গ্রামের আমির আলী মাস্টারের ছেলে। খাইরুল সদর উপজেলার পালসা মিশন এলাকার মো: এসরাইলের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল জানান, ২০১৪ সালের ২০মার্চ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসযোগে বাড়ি যাবার সময় পূর্ব শত্রুতার জেরে পালসা মিশন বাজারে বাস থেকে নামিয়ে জসিমকে পাশেই নিজ দোকানের পেছনে নিয়ে লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করে খাইরুল ও সঙ্গীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জসিমকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় এবং খাইরুল ও তার স্ত্রীকে আটক করে। এদিকে হাসপাতালে চিকিৎসকরা জসিমকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ওইদিন সদর থানায় মামলা করে জসিমের পিতা। মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়ারেছ আলী ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে।