চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মানববন্ধন

552

জাতিসংঘ ঘোষিত Save Lives: # Slow Down-  স্লোাগানে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। আজ দুপুর ১২টায় শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় নিসচা জেলা শাখার সদস্যবৃন্দ, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ। এর আগে বেলা ১১টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সড়ক নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, নিসচার সাধারণ সম্পাদক রফিক হাসান, সহসাধারণ সম্পাদক আবু বাকা মোল্লা, অর্থ সম্পাদক আসরাফুল আম্বিয়া, দপ্তর সম্পাদক আলী উজ্জামান নূর, প্রচার সম্পাদক জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবু হাসিব, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল মোমেনিন, সমাজকল্যান সম্পাদক গোলাম মাওলা, সদস্য আব্দুল খালেক, মিজানুর রহমান, আব্দুর রব প্রমূখ। বক্তারা বলেন, বর্তমানে দেশে সড়ক দূর্ঘটনায় যে হারে মানুষ প্রাণ হারাচ্ছেন তা একটি যুদ্ধেও হয় না। শুধু চালকদের অসচেতনাই নয়, আমাদেরও অসচেতনার ফলে দূর্ঘটনা ঘটছে। তাই সকলকে নিরাপদে সড়কে চলাচলের জন্য সচেতন হতে হবে। সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হলেই সড়কে কমবে মৃত্যুর হার। এজন্য সমাজের সর্বস্তরের মানুষজনকে এগিয়ে আসতে হবে।