চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে হেলথ অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের আলীনগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. সুলতানা পাপিয়া। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন— সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহার, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী ও বিলকিস আরা মহুয়া, যুববিষয়ক সম্পাদক খোন্দকার আব্দুল ওয়াহেদ, সদস্য মাহবুবুল আলম ও আব্দুর রহিম, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলামসহ অন্য সদস্যরা। হেলথ অলিম্পিয়াডে জেলার ৫টি স্কুলের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেন গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফারিহা নওশীন। এছাড়া ১৪ জনকে পুরস্কার ও অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট দেয়া হয়। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন— আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম, কো-অর্ডিনেটর মাহরুবা খানম, প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় হেলথ অলিম্পিয়াডের আয়োজন করে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম। প্রসঙ্গত, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কাজ করছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।