চাঁপাইনবাবগঞ্জে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর সাব সেন্টার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর সাব সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে শাহনেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর প্রশিক্ষক ও সুইড প্রতিবন্ধি বিদ্যালয়ের নির্বাহী সচিব হান্নান হোসাইনের সভাপতিত্বে অতিথি ছিলেন, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, বিকেএসপি দিনাজপুরের উপপরিচালক আনোয়ার ডিআর, স্পেশাল অলিম্পিকস এর কো-অর্ডিনেটর অরিন্দম পান্ডে, বালুগ্রাম আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম ফারুক মিথুন, জাতীয় কোচ মুর্তজা ইকবাল নুরী, সুইড প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আম্বিয়া খাতুন মিলি, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবিরসহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।