চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে পারিবাবরিক কলহের জেরে দুই শিশু সন্তানের জননী স্ত্রী তানজিলা বেগমকে ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগে দায়ের মামলায় স্বামী মধু মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে একমাত্র আসামীর উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান আদেশ প্রদান করেন। দন্ডিত মধু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বজলুর রহমান ওরফে বজুর ছেলে। নিহত তানজিলা একই ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জানুয়ারী সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্বামীর বাড়িতে স্বামীর হাতে খুন হন গৃহবধু তানজিলা। ধারাল ছুরি দিয়ে গলাকেটে তাঁকে হত্যা করা হয়। এ সময় ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে স্বামী মধু মিয়াকে আটক করে পুলিশে দেয়। পরদিন ২০২১ সালের ৭ জানুয়ারী এ ঘটনায় নিহতের ভাই জিয়ারুল শিবগঞ্জ থানায় মধুকে একমাত্র আসামী করে মামলা করেন। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক আব্দুল মালেক একমাত্র মধুকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর আদালত আজ মধুকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. ইউসুফ আলী ইমন।