চাঁপাইনবাবগঞ্জে সিপিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জেও পালিত হয়েছে। আজ বেলা ১১টায় সিপিবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কমরেড ইসরাইল সেন্টু। এতে বক্তব্য দেন— জেলা কমিটির সদস্য ও কেন্দ্রীয় সংগঠক কমরেড অ্যাডভোকেট আবু হাসিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড কামাল উদ্দিন। বক্তারা পার্টির ৭৭ বছরের দেশের ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ ও ভূমিকার বর্ণনা করেন। এছাড়াও কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের ইতিহাস, দরিদ্র জনগোষ্ঠীর ভাতের আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু করাসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, তেল গ্যাস খনিজসম্পদ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে দেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনের ইতিহাস তুল ধরেন বক্তারা।