চাঁপাইনবাবগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক মতবিনিময়

303

 সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপেজলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমাজ সেবা মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। তিনি বলেন-প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এ কর্মসূচির আওতায় ভাতা প্রদান করার কারণে দেশে আজ কেউ না খেয়ে থাকে না। শিবগঞ্জকে শতভাগ ভাতার আওতায় আনা হয়েছে এবং সদর উপজেলাসহ অন্যান্য উপজেলাকেও আনা হবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আনম ওয়াহেদুজ্জামান বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ।