চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করল হরিমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

178

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী শুরুর বাকী রয়েছে আর ৫৫ দিন। চলছে কাউন্ট ডাউন। চাঁপাইনবাবগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনার দ্বাদশ দিনে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হমিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জেলা প্রশাসনের আয়োজনে ৬৬ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত মুজিব মঞ্চে বিকেলে দেশাত্মবোধক গান ও জেলার ঐতিহ্যবাহী লোকজ গম্ভীরা গান পরিবেশন করে শিক্ষার্থীরা।
অনুষ্ঠান উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও,জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিনিয়া জামান, হরিমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, জেষ্ঠ্য সাংবাদিক মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক দর্শক।
মুজিব মঞ্চে প্রতিদিন বিকেলেই কোন না কোন প্রতিষ্ঠান বা সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ১৭ মার্চ ২০২০ পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।