চাঁপাইনবাবগঞ্জে সরস্বতী পুজা উদযাপিত

বিদ্যাদেবীর আরাধনার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পুজা উদযাপিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বাণী অর্চনা অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের সহকারী অধ্যাপক ও স্বরস্বতী পুজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রকাশ চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর আব্দুল ওদুদ, জেলা পুজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, ব্যাংক কর্মকর্তা বিপুল কুমার পাল, পুলিশ কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথসহ অন্যরা।
এদিকে বিদ্যাদেবীর কৃপার আশায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমনকি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে পুজা অনুষ্ঠিত হয়। সকালে পুজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করেন ও প্রসাদ বিতরণ করা হয়। বিভিন্ন স্থানে অনেক শিশুর ‘হাতে খড়ি’ অনুষ্ঠানের মধ্যে বিদ্যাচর্চার সূচনা করা হয়। এদিকে সারা জেলায় দিনব্যাপী পুজার বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি এবং আলোক সজ্জারও আয়েজন করা হয়।