চাঁপাইনবাবগঞ্জে সরকারী-বেসরকারী সহায়তা অব্যহত

107

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিজ বাড়ি থেকে দেড়শ নারী-পুরুষকে খাদ্য সহায়তা প্রদান করেন সদর আসনের সাবেক সাংসদ। এদিকে বেকার হয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সোয়া ৪ হাজার সদস্যের প্রত্যেককে ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে ৫ শত টাকা করে অনুদান প্রদান শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন ,শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান, সেক্রেটারী আনারুল ইসলামসহ অন্যান্যরা। উল্লেখ্য,মোটর শ্রমিকদের সরকারী ত্রাণ সহায়তার অতিরিক্ত নিজস্ব তহবিলের এই অনুদানের ব্যাপারে জেলা প্রশাসকের সাথে শ্রমিক নেতৃবৃন্দ গত শুক্রবার সভা করে সিদ্ধান্ত নেয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩’বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গোদাগাড়ি বিওপির দাযিত্বপূর্ণ এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেয়া ৩’শত প্যাকেট খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহম্মদ মাসুদ,৫৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মাহবুবুর রহমান খাঁ।