Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ সকালে অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন ও অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, হাব-এর প্রতিনিধি আব্দুল জাব্বার, স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আসলাম হোসেনসহ জেলার বিভিন্ন এলাকার হজ্বযাত্রীগণ। আগামী ৫ জুন থেকে হজ্বের ফ্লাইট শুরু হবে। এবার ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ৬৫ বছর বয়সের উর্ধ্ব কোনো ব্যক্তি হজ্বে যেতে পারবেন না।

Exit mobile version