চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের মতবিনিময়

559

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলায় মৎস্য চাষের বিভিন্ন তথ্য তুলে ধরেন, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলম শাহ্। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব ও সিটি প্রেস ক্লাবের সভাপতিসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ সফল ভাবে বাস্তবায়ন করতে সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলম শাহ। মতবিনিময় সভায় তিনি জানান, আগামীকাল (১৯জুলাই) সারাদেশের সাথে মিল রেখে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হবে। এই উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্তরে শেষ হবে। সকাল ১০টায় মহানন্দা ব্রীজ সংলগ্ন মহানন্দা নদীতে মাছের পোনা অবমুক্তকরা হবে। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জেলাপ্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সপ্তাহব্যাপি এই মৎস্য সপ্তাহ শেষ হবে আগামী ২৪ জুলাই।