চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন- ফেডারেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী, রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুস সবুর, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ড. জিয়াউল হক, জেলা সেক্রেটারি প্রফেসর মুনিমুল হক, পৌরসভা সভাপতি মো. এনায়েতুল্লাহ, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম।
প্রধান অতিথির বক্তব্যে কবির হোসেন বলেন, শ্রমিক শ্রেণীর অধিকার আদায় ও তাদের কল্যাণে ট্রেড ইউনিয়নের ভূমিকা অপরিসীম। সংগঠিত শ্রমিকরাই জাতির উন্নয়ন ও শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে হবে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।