চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষায় শপথ গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো দুদিনের কর্মশালা। শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এই কর্মশালায় সদর উপজেলায় শিশুর কল্যাণে সমস্যাগুলো চিহ্নিত করে এর অগ্রাধিকার নির্ণয় করা হয়। চিহ্নিত করা হয় বিভিন্ন সমস্যা।
সেগুলো হলো; মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির অভাব, শিশু সুরক্ষার অভাব, গুণগত শিক্ষা এবং পারিবারিক অর্থনৈতিক অস্বচ্ছ্বলতা। এসকল সমস্যা সমাধানের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম আগামী পাঁচ বছরের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করবে বলে কর্মশালায় জানানো হয়।
নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিগণ, স্থানীয় সরকার এবং সরকারি বিভিন্ন দপ্তর থেকে কর্মকর্তাগণ উপস্থিত থেকে শিশু কল্যাণে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। শিশুর কল্যাণে ও সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণকারীরা যে যার অবস্থান থেকে কাজ করবেন বল শপথগ্রহণ করেন।
সঞ্চালনা করেন কর্মশালা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ্বাস। প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিকভাবে সহযোগীতা করেন মি. সুজন গ্রেগরী, শ্যামল এইচ কস্তা, রিপন গমেজ ও উত্তম মন্ডল।