চাঁপাইনবাবগঞ্জে শিশু কল্যাণে সমমনা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয় সভা 

শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে সমমনা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয় সভা ও সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিসিডিবি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সমমনা উন্নয়ন সহযোগী প্লাটফর্ম, সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, সিসিডিবি, এফএইচ অ্যাসোসিয়েশন, এসআইএল ইন্টারন্যাশনাল ও এনএজিআর—এই পাঁচটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সভার মূল উদ্দেশ্য ছিল শিশুদের অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করা। সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার, জেলা শিশু নিরাপত্তা অফিসার এবং সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। জেলা শিশু নিরাপত্তা অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিশু কল্যাণে এ ধরনের সমন্বিত প্লাটফর্ম গঠনের জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভার দ্বিতীয় পর্বে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে আগামী দিনে শিশু কল্যাণে আরও কার্যকর ও সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এপির কর্মকর্তা রিপন গমেজ, লিন্ডা রিচিল, লাভলী খাতুন ও শ্যামল এইচ কস্তা সহযোগিতা করেন।