চাঁপাইনবাবগঞ্জে শিশুর মেধা বিকাশ ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

260

চাঁপাইনবাবগঞ্জে শিশুর প্রারম্ভিক মেধা বিকাশ ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ইনস্টিটিউট অব চাইল্ড হিউম্যান ডেভেলপমেন্টের কারিগরি সহায়তায় শহরের একটি হোটেলে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম। অতিথি ছিলেন ইনস্টিটিউট অব চাইল্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক মাহমুদা আকতার, প্রশিক্ষক জেসমিন পারভীন ও কর্মকর্তা মেহেদী হাসান। শেষে ২টি গ্রুপে প্রশিক্ষনে অংশ গ্রহণকারী সকলকে সনদপত্র তুলে দেন অতিথিরা। ৩০ জন প্রতিনিধি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। দৈনিক গৌড় বাংলার স্টাফ রিপোর্টার ডি.এম কপোত নবী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।