যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক দিবস পালিত
‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে শনিবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। এছাড়াও জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
সকালে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে সদর উপজেলা বিশ^ শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। প্রথমে র্যালি ও পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি নাচোল উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে নাচোল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় শিক্ষক নেতারা শিক্ষকদের বিভিন্ন বৈষম্য দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেনÑ নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি জহির উদ্দিনসহ অন্যরা।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী।