রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ বিকেলে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন নবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান ও মাসরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, নবাবগঞ্জ সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া ও সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা মনিম উদ দ্দৌলা চৌধুরীসহ অন্যান্যরা। বক্তরা ১৯৭১ সালে বিজয়ের পূর্বক্ষণে জাতির সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করার ইতিহাস স্মরণ করেন। এর আগে সকালে নবাবগঞ্জ সরকারী কলেজ মিলনায়তনে দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর ড.শংকর কুমার কুন্ডুসহ অন্যান্যরা। এ ছাড়া দিবসটি উপলক্ষে সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সংলগ্ন গণকবরে মুক্তিযোদ্ধা, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ও দোয়া করা হয়। এছাড়া শিবগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।