চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি
চাঁপাইনবাবগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ ও বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জেলা শহরের রেহাইচর এলাকায় মহানন্দা নদীঘেঁষা সড়ক ভবনের ভেতরে অবস্থিত ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদৎস্থলে পূষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত করা, শিবগঞ্জ উপজেলার ছোট সোনামসজিদ প্রাঙ্গণে ক্যাপ্টেন জাহাঙ্গীর ও মহান মুক্তিযুদ্ধকালীন ৭ নং সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হকের সমাধিতে এবং সোনামসজিদ বালিয়াদীঘি এলাকায় গণকবরে পূষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত করা।
আজ সকাল ৯টায় ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদৎস্থলে পূষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাইল করিম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, ক্যাপ্টেন জাহঙ্গীরের ভাগিনা মো. নাজমুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলু, তরিকুল ইসলাম, খাইরুল ইসলামসহ অন্যরা।
এছাড়াও শহীদ বুদ্ধিজীবি দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।
পরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা পুলিশ সুপার রেজাউল করিম, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সোনামসজিদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়।
উল্লেখ্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগ মূহুর্তে এই দিনে সম্মুখ সমরে এই রেহাইচরে শত্রু সেনার বুলেটে প্রাণ বিসর্জন দেন ক্যাপ্টেন জাহঙ্গীর। পরের দিন ১৫ ডিসেম্বর তাঁর ইচ্ছানুযায়ী তাঁকে সোনামসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়।
এদিকে, গোমস্তাপুর ও নাচোল উপজেলাতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি (ছবি)