চাঁপাইনবাবগঞ্জে লক্ষাধিক পরিবার পাবে টিসিবির পণ্য

101

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু হতে যাচ্ছে। আগামী ২০ মার্চ থেকে জেলার ৪৫টি ইউনিয়ন ও ৪ পৌরসভায় একযোগে বিক্রয় কার্যক্রম শুরু হবে। এবার টিসিবির পণ্য কেনার সুযোগ পাবে ১ লাখ ২ হাজার ২১৭টি পরিবার। পণ্যের মধ্যে থাকবে- ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ কেজি তেল।
আজ বিকেলে টিসিবি ডিলারদের নিয়ে এক সভায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এই তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন- এই কর্মসূচিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এটি তার (প্রধানমন্ত্রীর) একটি আবেগ। এ কাজটি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে। কারো কোনো অজুহাত শোনা হবে না। তালিকা অনুযায়ী কার্ডধারীদের মাঝে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রয় হবে। মনে রাখতে হবে, যেন কোনো ধরনের অনিয়ম না হয়।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধা। সভায় তিনি জানান, সদর উপজেলায় ২৫ হাজার ৫৬, শিবগঞ্জ উপজেলায় ৩৩ হাজার ৭৩০, গোমস্তাপুর উপজেলায় ১৫ হাজার ৪৪১, নাচোল উপজেলায় ৭ হাজার ৯৮৯ ভোলাহাট উপজেলায় ৪ হাজার ৪৯০টি পরিবার এই খাদ্য ক্রয়ের সুযোগ পাবেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৮ হাজার ৫৫১, শিবগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৪২৯, রহনপুর পৌরসভায় ২ হাজার ১৯৯ ও নাচোল পৌরসভায় ১ হাজার ৩৩২টি পরিবার এ সুযোগ পাবে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, স্থানীয় সরকার শাখার উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদস উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ ও ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান ও এরফান গ্রুপের চেয়ারম্যান এরফান আলী।