চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বেসরকারি ক্লিনিক ও খাবার হোটেল থেকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা আদায়।

522

জেলা সদর ও শিবগঞ্জে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে র‌্যাব-৫। চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান ও র‌্যাব সদর দপ্তর, ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের যৌথ নেতৃতে, গতকাল সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আজ র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানায়, জেলার শিবগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনা করার অপরাধে শিবগঞ্জে অবস্থিত জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, আল-মদিনা ইসলামী হাসপাতালকে ২ লক্ষ টাকা, শিবগঞ্জ নার্সিং হোমকে ১ লক্ষ টাকা, কানসাট এলাকায় অবস্থিত মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, কানসাট জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং অনুমোদনহীন হোটেল ব্যবসা পরিচালনা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে জেলা শহরের উদয়ন মোড়ে অবস্থিত আলাউদ্দিন হোটেল এন্ড রেস্টুরেন্টকে পৃথক মামলায় মোট ৪ লক্ষ টাকা, বিশ্বরোড মোড়ে অবস্থিত তামান্না সুইটস্ এন্ড রেস্টুরেন্টকে ১ লক্ষ টাকাসহ সাড়ে ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান পরিচালনা করে সাধারণ রোগীদের সাথে প্রতারণা ও দালালী কার্যক্রম পরিচালনা করে রোগীদের হয়রাণী করার অপরাধে ৭ জন দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করে ৭ দিনের কারাদ- দিয়ে কারাগারে পাঠানো হয়।