চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে মাদকসহ আটক ৪

সদর উপজেলায় দুই পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবা ও ৬৭০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গতকাল রাতে অভিযান দুটি চালানো হয়। আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদরের গাইনপাড়া ভাগ্যবানপুর গ্রামের এনামুলের ছেলে শাহীন, কদুরতলা লক্ষীপুর গ্রামের মৃত এনামুলের ছেলে কবির, চক আলমুপর গ্রামের মৃত মোস্তফার ছেলে মোমিন আলী ও একই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আবু হায়াত। আজ সকালে র্যাব-৫ রাজশহাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গতকাল রাতে গাইনপাড়া ভাগ্যবানপুর গ্রামের ঈদগাহ এলাকার একটি আমবাগান থেকে ২৯০ গ্রাম গাঁজাসহ আটক হন আবু হায়াত ও মমিন। এর আগে গতকাল রাত সাড়ে ৮টার দিকে সদরের মহারাজপুর ইউনিয়নের বালুবাগান এলাকার একটি জমি থেকে ৫৬ পিস ইয়াবা ও ৩৮০ গ্রাম গাঁজাসহ আটক হন শাহিন ও কবির। র্যাব আরও জানায় মাদকদ্রব্য কেনাবেচার গোপন খবরে চালানো অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।