চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযান সাড়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের অভিযানে সংঘবদ্ধ সড়ক ডাকাত চক্রের সদস্য এবং সদর থানায় দায়ের হওয়া একটি সড়ক ডাকাতি প্রস্তুতি মামলায় সাড়ে ৪ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার আমনুরা ঝিলিম বাজার এলাকার ফারুক আলীর ছেলে আতিক।
র‌্যাাব জানায়, গতকাল রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে জেলার নাচোল উপজেলাগামী সড়কের আমনুরা রেলক্রসিং এলাকায় অভিযান চালালে, আতিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুর আড়াইটায় র‌্যাব-৫ ব্যাটলিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে দায়ের সড়ক ডাকাতি প্রস্তুতি মামলায় আসামী আতিককে দোষী সাব্যস্ত করে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সাজা দেয় আদালত। সাজা ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন। সাজা ঘোষণার পর ওয়ারেন্ট ইস্যু হলে তাকে খুঁজতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় আসামী আতিককে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৫ ।