চাঁপাইনবাবগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে শনিবার দুপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আলোচনা সভার আয়োজন করে। ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে দিবসটি উদ্যাপন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান, ইসলামী ব্যাংক পিএলসি’র কর্মকর্তা রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তা দুরুল ইসলাম, সফল রেমিট্যান্স যোদ্ধা মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, মো. লিটন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন— আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের দক্ষতার অভাবে কম দামে বেশি শ্রম বিক্রি করে থাকেন। তাই এখন থেকে যারা বিদেশে যাবেন, তারা যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজটি ভালোভাবে শিখে দক্ষতা অর্জন করে যাবেন। তাহলে ভালো কাজও পাবেন, সেই সঙ্গে ভালো বেতনও পাবেন এবং দেশ পাবে অনেক বেশি রেমিট্যান্স।
তিনি দালালের মাধ্যমে বিদেশ না গিয়ে সরকারিভাবে যাবার জন্য সকলকে পরামর্শ দেন।
পরে কয়েকজন সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধাকে তাদের স্বজনদের মাধ্যমে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।