চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী-ঢাকা পর্যন্ত চলা ৪ আন্ত:নগর ট্রেনের রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবিতে; পরপর দুদিন রেলপথ অবরোধের ডাক
রাজশাহী-ঢাকা পর্যন্ত চলাচলকারী ৪টি আন্ত:নগর ট্রেন সিল্কসিটি, পদ্মা, ধুমকেতু ও মধুমতি’র রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবিতে রেলপথ অবরোধ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে মানববন্ধন, অবস্থান ও জেলা প্রশাসককে স্মারককলিপি প্রদান কর্মসূচী’র ডাক দিয়েছে দুটি সংগঠন। সংগঠন দুটি হচ্ছে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর জেলা শাখা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি,ঢাকা। আগামীকাল সুজন এবং পরদিন ১৫ মে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা পরপর দুদিন নিজ নিজ কর্মসূচী পালন করবে বলে জানিয়েছেন দুই সংগঠনের নেতৃবৃন্দ। ফলে পরপর দুদিন চাঁপাইনবাবগঞ্জে রেলপথ অবরোধ করা হবে। বিভিন্ন সংগঠন, মহল সহ নানা শ্রেণী পেশার সাধারণ মানুষও এসব কর্মসূচীতে সাড়া দিয়েছে। কর্মসূচী সফল করতে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন,চলছে মাইকিং, গণসংযোগ, মতবিনিময় সভা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা।
নেতৃবৃন্দ বলছেন, বর্তমানে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী পাঁচটি আন্ত:নগর ট্রেনের মধ্যে একমাত্র বনলতা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে। অথচ নাগরিক কমিটি সহ বিভিন্ন মহল দীর্ঘদিন থেকে সকল ট্রেনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চালাানোর দাবিতে আন্দোলন করছে। অথচ দাবিটি পূরণ না হওয়ায় ২৫ লক্ষাধিক জনসংখ্যার জেলাবাসীকে বিভিন্ন দূর্ভোগ পোহাতে হচ্ছে। আম সহ বিভিন্ন দিকে সমৃদ্ধ ও সম্ভাবনার জেলাবাসী নিরাপদ আধুনিক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
আজ এক সংবাদ সম্মেলনে আগামীকাল কর্মসূচীর ব্যাপারে সুজন জেলা সম্পাদক মনোয়ার হোসেন বলেন, গত ৭ মে সুজন সকল ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করে। দাবি পূরণে দেয়া হয় ৭ দিনের আল্টিমেটাম। কিন্তু এ ব্যাপারে সংশ্লিস্ট কর্তৃপক্ষের সুনিদিষ্ট আশ^াস না মেলায় পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী আগামীকাল সকাল সাড়ে ৯টায় রেল স্টেশনে মানববন্ধন ও রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হবে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি,ঢাকার সাধারণ সম্পাদক এড. দেলোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলা সকল আন্ত:নগর ট্রেনের রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবিতে রেলওয়ে ষ্টেশনে অবস্থান,শান্তিপূর্ণ রেলপথ অবরোধ ও জেলা প্রশাসককে স্মারলিপি প্রদান কর্মসূচীর ব্যাপারে আগামীকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হবে। পরে ১৫ মে বৃহস্পতিবার সকাল ১০টায় কর্মসূচী পালন করা হবে।