চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্র-নজরুলের গানে গানে বসন্তবরণ

88

চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্র নজরুলের গানে গানে বসন্ত বরণে শ্রোতাদের মুগ্ধ করেছে অর্ধশত শিল্পী।  শনিবার চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার চত্বরে এ আয়োজন করেছিল সা রে গা মা পা শিল্পী গোষ্ঠী।
সকালে আয়োজেনের উদ্বোধন করেনÑ জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল। এসময় তিনি বলেন, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক দলগুলোকে এগিয়ে নিতে জেলা শিল্পকলা একাডেমি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এতে করে তরুণরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকছে, ফলে তাদের বিপথে যাওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে। এ ধরনের আয়োজন নিয়মিত হোক এটাই আমাদের চাওয়া।
সা রে গা মা পা শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাক হোসেন জানান, বসন্তের আবেশে রবীন্দ্র নজরুল মধ্যাহ্ন প্রহরের আয়োজন করেছিলাম। এতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন শিল্পী গোষ্ঠীর প্রায় অর্ধশত শিল্পী রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেছেন। এছাড়াও ছিল আলোচনা।
হাসানুজ্জামানের সঞ্চলনায় সকাল থেকে দুপুর পর্যন্ত গান পরিবেশন করেনÑ শিল্পী আলাউদ্দীন, আলী হোসেন, নিয়াজ আহমেদ কমল, তানিমসহ অনেকেই। উপস্থিত হয়ে পুরো আয়োজন উপভোগ করেন, অ্যাডভোকেট সাইদুল ইসলাম, ইসরাইল সেন্টু, আমিরুল মোমিনিন জীবনসহ অনেকে।