চাঁপাইনবাবগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

59

চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ সকালে শহিদ সাটুহল মার্কেটের তৃতীয় তলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সূচনা বক্তব্যে পথচলার ২৫ বছরের সংক্ষিপ্ত পরিক্রমা তুলে ধরেন, পত্রিকাটির জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল। এতে বক্তব্য দেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জোনাব আলী, সুশাসনের জন্য নাগরিক-জেলা শাখার সভাপতি ও নামোশংকরবাটী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাই গম্ভীরার নাতি ফাইজুর রহমান মানি, যুগান্তরের গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি নাহিদ ইসলাম। গণমাধ্যমকে আয়না উল্লেখ করে বক্তারা বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জেলার উন্নয়নে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
সেইসঙ্গে একুশে পদকে মনোনীত জিয়াউল হককে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া যায় কী না সেবিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে রেডিও মহানন্দাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোয়ার হোসেন জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর কবির কামাল, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, রেডিও মহানন্দার সহকারি প্রযোজক মৌটুসি চৌধুরীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটেন অতিথিবৃন্দ। এর আগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।