চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

65

চাঁপাইনবাবগঞ্জে কৃষ্ণপূজা, গীতাপাঠ, নামসংকীর্তন, আলোচনা ও শোভাযাত্রাসহ নানা আয়োজনে বুধবার শ্রীকৃষ্ণের ‘জন্মাষ্টমী’ উদযাপন করেছেন জেলার সনাতন ধর্মাবলম্বীরা। সকাল ৯টায় চরজোতপ্রতাপ শ্রী শ্রী দূর্গামাতা মন্দির প্রাঙ্গনে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি আলোচনা সভার অয়োজন করে। কমিটির সভাপতি শ্রী ল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। প্রধান আলোচক হিসেবে হিসেবে আলোচনা করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, চিফজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ অন্যরা।
কৃষ্ণকথা নিয়ে আলোচনা করেন রাজশাহী সরকারি সিটি কলেজের পদার্থ বিদ্যাভিাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শ্রী জয় কুমার দাস। এসময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়, মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প সহকারী মিলন কুমার দাস ও জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারুগোপাল পাল উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হুজরাপুরে গিয়ে শেষ হয়। সেখানে শোভাযাত্রায় অংশগ্রহণ করা সংগঠনগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে অুনষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুসহ অন্যরা।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টায় শোভাযাত্রাটি রহনপুর সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ হয় একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী সচিন বর্মণ। বক্তব্য দেন, কমিটির সদস্য সচিব শ্রী গৌতম রায়, সাবেক সভাপতি শ্রী মনতোষ চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রী সুমন কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী উঠান কর্মকার, সম্পাদক শ্রী শুভংকর, পৌর সভাপতি শ্রী তপন কর্মকার, সম্পাদক শ্রী শুভ প্রসাদসহ অন্যরা।
উল্লেখ্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা ও রহনপুর পৌর শাখার যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালিত হয়েছে। বুধবার সকাল থেকেই নাচোল কেন্দ্রীয় পূজামণ্ডপে ভক্তদের ঢল নেমেছিল। শিশু-কিশোর থেকে শুরু করে নানান বয়সী ভক্তবৃন্দ যেন কৃষ্ণ প্রেমের এক অদৃশ্য টানে ছুটে এসেছিলেন জন্মাষ্টমী উৎসব পালনে। প্রতি বছরের মতো এবারো শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নাচোল কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির আয়োজনে জন্মাষ্টমীর বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাচোল কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। নাচোল কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধেন চন্দ্র বর্মণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি সহাদেব মাহাতো।
সভাটি সঞ্চালনা করেন নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কুমার ভট্টাচার্য।